ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে এক ভাই পুলিশি ধাক্কায় আহত পরে পুলিশ হেফাজতে নিহত!
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ধাওয়ার পর পুলিশের গাড়ি চাপা দিয়ে যুবদল নেতা দিলু আহমদ জিলুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি’র নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে লালাবাজারের শাহ সিকন্দর সড়কে এই ঘটনা ঘটে। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, অবরোধ কর্মসূচি পালন করতে সকালে মোটরসাইকেল নিয়ে লালাবাজার যায় গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু। এ সময় পুলিশের একটি গাড়ি ধাওয়া দিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন জিলু। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। বেলা দুইটার দিকে তার মৃত্যুর খবর আসলে এলাকাবাসী পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে ভয়ে ঘরের কোনে বসে পড়েন।
রিফাত আহমেদ পাভেল
৩১ অক্টোবর ২০২৩