এই সেই সিলেটের নব্য প্রদীপ….
বন্দরবাজার পুলিশফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন।
মাত্র ১০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় সিলেট পুলিশ ফাঁড়িতে রাতভর নির্যাতন করে রায়হান নামের এই ছেলেটিকে হত্যা করেছে। নিহত রায়হানের মাত্র ২ মাস বয়সের একটা সন্তান আজ এতিম হয়ে গেলো! এবং আগামী মাসেই তার আমেরিকা যাওয়ার কথা ছিলো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তাকে প্রদীপের উত্তসূরীরা বাঁচতে দিলোনা।
আমরা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।
আর কোন খুনি প্রদীপদের দেখতে চাই না।
আমি এই হত্যার সুষ্ঠু তদন্ত দাবী করছি। এবং প্রশাসনের কাছে জুড় দাবী জানাচ্ছি, জড়িত সকল মানুষরুপী অমানুষ খুনীদের দ্রুত গ্রেফতার করা হোক।
সিলেট নগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে যুবককে রাতভর নির্যাতন করে টাকা না দেয়ায় পিটিয়ে হত্যা করেছে পুলিশ- অভিযোগ করেছে পরিবার।
নিহত যুবক রায়হান আহমদ (৩৫) আখালিয়া নেহারি পাড়ার সাবেক বিডিআর কর্মকর্তা মৃত রফিকুল ইসলামের ১ম ছেলে। নিহতের ঘরে ৩ মাসের একটি শিশু সন্তান রয়েছে।
– রিফাত আহমেদ পাভেল