সমস্যা হচ্ছে- হাসিনা সম্পর্কে সত্য কথা বললে কিংবা সে যেসব কথা বলে বা কাজ করে সেগুলো পর্যালোচনা করলেই তার মানহানি হয়ে যায়।😂
এই যেমন আজকে সে বলেছে- নারায়নগঞ্জে যে মসজিদে আগুন লেগে ২৮ জন মানুষ নিহত হলো, সেটি ছিলো অবৈধ। এখন যদি কেউ বলে ঐ মসজিদ অবৈধ হলে সেটার বিরুদ্ধে পদক্ষেপ নেবার দায়িত্ব ছিলো হাসিনা সরকারের; যে মানুষগুলো ওখানে ইবাদত করতে গিয়েছিলেন তাঁরা তো জানতেন না ওটা অবৈধ।
শাস্তি পাওয়ার কথা তাদের, যারা আগে ওটা অবৈধ না বলে এখন বলছে, শাস্তি পাবার কথা তাদের যারা গ্যাসের লাইন মেরামত না করে ধর্মপ্রাণ মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
নিজেদের গাফিলতির কারণে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর কাছে ক্ষমা চেয়ে সরকারের উচিত ছিলো তাদের ক্ষতিপুরণ দেয়া। তা না করে হাসিনা সংসদে দাঁড়িয়ে মৃতদের উপর দোষ চাপাচ্ছে!
– রিফাত আহমেদ পাভেল