ফেসবুক পেইজে যারা এডমিন এবং এডিটর হিসেবে কাজ করছেন তাদের জন্য একটি সতর্কবার্তা। গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে লেখালেখি হয় এমন প্রায় সব পেইজেই হ্যাকাররা নিচের মেসেজের মত মেসেজ পাঠাচ্ছে। তাদের ব্যবহার করা লোগো এবং নাম দেখে মনে হতে পারে এই মেসেজগুলো মেটা বা ফেসবুক থেকে কিংবা মেটা বিজনেস টিমের পক্ষ থেকে পাঠানো হচ্ছে।
প্রত্যেকটি মেসেজের বিষয়বস্তু মোটামুটি একই ধরনের- আপনার পেজটিকে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের কারণে সাসপেন্ড করা হচ্ছে অথবা ডিলিট করে দেওয়া হবে। এই মেসেজের সাথে একটা লিঙ্ক দিয়ে তারা ওই লিংকে গিয়ে আপনাকে সমস্যার সমাধান করার কথা বলছে। খেয়াল করে দেখুন এই লিংকগুলো মোটেই ফেসবুকের বা মেটা কর্তৃপক্ষের কোন লিংক নয়।
এই লিংকগুলো ফিশিং সাইটের লিংক। লিংকে ক্লিক করা মাত্রই আপনার লগইন ইনফরমেশন তাদের হাতে চলে যাবে এবং তারা আপনার ফেসবুক আইডি সহ পেজটি হ্যাক করবে। সুতরাং এই ধরনের মেসেজ পেলে সেটাকে রিপোর্ট করুন। ভুলেও ওই লিংকে ক্লিক করবেন না।
হ্যাপি ফেসবুকিং!
– রিফাত আহমেদ পাভেল