পুলিশি ধাক্কায় আহত পরে পুলিশ হেফাজতে নিহত!

ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে এক ভাই পুলিশি ধাক্কায় আহত পরে পুলিশ হেফাজতে নিহত!

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ধাওয়ার পর পুলিশের গাড়ি চাপা দিয়ে যুবদল নেতা দিলু আহমদ জিলুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি’র নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে লালাবাজারের শাহ সিকন্দর সড়কে এই ঘটনা ঘটে। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, অবরোধ কর্মসূচি পালন করতে সকালে মোটরসাইকেল নিয়ে লালাবাজার যায় গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু। এ সময় পুলিশের একটি গাড়ি ধাওয়া দিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন জিলু। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। বেলা দুইটার দিকে তার মৃত্যুর খবর আসলে এলাকাবাসী পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে ভয়ে ঘরের কোনে বসে পড়েন।

রিফাত আহমেদ পাভেল
৩১ অক্টোবর ২০২৩

Share this

Leave a Reply

"Posting Comment is not available at the moment. Please try again later."

সর্বাধিক পঠিত ব্লগ

Calendar

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

অনন্ত বিজয়

অনন্ত বিজয় দাশ (অক্টোবর ৬, ১৯৮২-মে, ১২, ২০১৫) তিনি মুক্তমনার চিন্তা-চেতনা সকলের মধ্যে ছড়িয়ে দিতে ছিলেন বদ্ধ পরিকর। ২০১৫ সালের ১২ই মে’র সেই বিভীষিকাময় সকালে বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করলো কিছু নরপশু। অনন্ত আজ পৃথিবীতে নেই কিন্তু তার আদর্শ আমাদের অন্তরে অনন্তকাল রয়ে যাবে। আমরাও চাই বাংলাদেশে হউক মুক্ত চিন্তার চর্চা, মানুষ পাক মত প্রকাশের স্বাধীনতা এবং একটি স্বাধীন বিচার ব্যবস্থা সম্পন্ন আধুনিক গণতান্ত্রিক সমাজ। আমরা ঘটাতে চাই মুক্তচিন্তার বিপ্লব; সাংস্কৃতিক বিপ্লব। চাই এই বেনিয়াবাজির সমাজ পরিবর্তন। আমাদের দর্শনে আছে ন্যায়বিচার, গণতন্ত্র, বিজ্ঞানমনস্কতা আর যুক্তিবাদ। গাহি মোরা সাম্যের গান।

Get in Touch

Email: contact@anantabijoy.com