কি নাটক রে ভাই তোরা জানিস, ওসি প্রদীপ এসআই লিয়াকত তাদের বাঘা বাঘা আইনজীবী ১১ জন! লড়াই চালিয়ে যাচ্ছে এদের কে বাছানোর জন্য! কারা এ-ই আইনজীবী অদের দেশ কোথায়! আমার তো মনে হয় না এরা বাংলাদেশি! একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা একজন মেজর সিনহার কে নিরম্ম্র ভাবে হত্যা করলো এ-ই ওসি প্রদীপ এসআই লিয়াকত! যেখানে কেঁদেছে ১৬ কোটি মানুষ! এমন নিরম্ম্র ভাবে হত্যা করেছে মেজর সিনহার কে! কুকুরের বাচ্চারা আর এদের কে বাছাতে আমাদের দেশে বাঘা বাঘা আইনজীবী এরা কোথায় থেকে এসেছে! আমি মনে করি এ-ই বাঘা বাঘা আইনজীবীদের জনগণ কেই বিচার করতে হবে! আমরা যানি ওসি প্রদীপ এসআই লিয়াকত অনেক মানুষ কে হত্যা করেছে যা কোনো বিচার হয় নি! অপরাধী বলে চালিয়ে নিতেন একজন মেজর কে হত্যা করার পর তার সব অপকর্মের কাজ বেড়িয়ে আসতেছে! এবং সে এ-ই অপকর্মের পাহাড় সমান সম্পদ গড়ে তুলেছে প্রায় 2000 হাজার কোটি টাকার মালিক! একজন ওসির বেতন কতো টাকা হতে পারে ৪০ হাজার বা পয়তাল্লিশ হাজার টাকা! ১৮ বছরের মধ্যে এত টাকা সে ইনকাম করছে যা অসম্ভব বুজেন! কেমন খারাপ কাজ করে বেড়াতো ওসি প্রদীপ! জনগণের বিচারের সর্বচ্চ শাস্তি হিসেবে ওসি প্রদীপের এবং এসআই লিয়াকতের ফাঁসি হোক এটাই বাংলাদেশর জনগণ চায়!
– রিফাত আহমেদ পাভেল