সম্পূর্ণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার প্রিয় জয়নুল হক শিকদারের দুই সন্ত্রাসী ছেলেকে শেখ হাসিনা দেশের বাইরে পাঠিয়ে “রক্ষা” করে।
গত ১৯ মে আওয়ামীলীগের প্রধান পৃষ্ঠপোষক শিল্পগোষ্ঠীর অন্যতম শিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে এক্সিম ব্যাংকের এমডিকে লক্ষ্য করে গুলি করার এবং আটকে রেখে নির্যাতনের মামলা হয়।
মামলার পর ২৩ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় থাইল্যান্ড সরকারের নিকট একটি এয়ার অ্যাম্বুলেন্স ল্যান্ড করার অনুমতি চেয়ে আবেদন করলে আবেদন গৃহীত হয়। উল্লেখ্য গত ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ রয়েছে।
২৪ মে থাই দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিশেষ অনুরোধে রন হক সিকদার ও দিপু হক সিকদারের জন্য ভিসা ইস্যু করে।
২৫ মে সকাল ৯টা ১৩ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় শিকদার গ্রুপের আরঅ্যান্ডআর এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে।
– রিফাত আহমেদ পাভেল